ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মা-বাবার কবরের পাশে চিরশায়িত ছায়েদুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মা-বাবার কবরের পাশে চিরশায়িত ছায়েদুল হক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মন্ত্রীর ইচ্ছানুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পূর্বভাগ এসইএসডিপি মডেল হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

জানাজা পরিচালনা করেন তার ছেলে ডা. রায়হানুল হক।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে নৌবাহিনীর হেলিকপ্টারে করে মন্ত্রীর মরদেহ উপজেলা সদরে নেওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর সকাল ৮টা ৩৯ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।