ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সিডাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
সাভারে সিডাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (কার্যক্রম) আবু মুহাম্মদ ইউসুফ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিডাব) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে সমাজসেবা অধিদফতরের পরিচালক (কার্যক্রম) আবু মুহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

 

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিডাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ড. মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- সাভার উপজেলা সমাজ সেবা অফিসার জিয়াউর রহমান।

শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।