ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ঝালকাঠিতে পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

ঝালকাঠি: মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ লাইনসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৯জন পুলিশ মুক্তিযোদ্ধা ও ১০জন পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।  

সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ভূঁইয়া, শরীফ আবদুস সালাম, মুক্তিযোদ্ধার সন্তান সিদ্দিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।