ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় এমপি’র স্বাক্ষর জালের অভিযোগে এক ব্যক্তি জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বরগুনায় এমপি’র স্বাক্ষর জালের অভিযোগে এক ব্যক্তি জেলে

বরগুনা: বরগুনা-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর প্যাড ও স্বাক্ষর জাল করার অভিযোগে মাহমুদুল্লাহ নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম. মাহমুদুর রহমান এ আদেশ দেন।

অভিযুক্ত মাহমুদুল্লাহ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মাহমুদুল্লাহ ২০১৬ সালে এমপি ধীরেন্দ্র দেবনাথ শমভুর সরকারি প্যাড, সিল ও স্বাক্ষর জাল করে ডিও লেটার তৈরি করেন। ওই ডিও লেটার বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে দাখিল করে কেওড়াবুনিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হন তিনি।  

বিষয়টি এমপি’র নজরে এলে তিনি শিক্ষা বোর্ডকে লিখিত জানান, অভিযুক্ত মাহমুদুল্লাহ যে ডিও লেটার বোর্ডে দাখিল করেছেন সেটি তার দেওয়া নয়। শুধু তাই নয়, ওই মাদ্রাসার অধ্যক্ষের স্বাক্ষরও জাল করেছেন মাহমুদুল্লাহ।

এ ব্যাপারে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির মামলা করেন।

রোববার অভিযুক্ত মাহমুদুল্লাহ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাদী পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু।


বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।