ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
খুলনায় ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা: খুলনায় একটি মাছের ঘের থেকে দ্বীন ইসলাম (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর আড়ংঘাটা এলাকার ঘের থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি খুলনার দৌলতপুর এলাকার দেয়ানায়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা বাইপাস সড়ক থেকে অনেকটা ভেতরের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে ওই যুবককে এনে এখানে হত্যা করা হয়েছে।
  
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।