ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে দুস্থদের মধ্যে চেক বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
সাপাহারে দুস্থদের মধ্যে চেক বিতরণ চেক বিতরণ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া দুস্থদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে ডাক বাংলো প্রাঙ্গণে উপজেলার চার দুস্থের মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্যের মেয়ে তৃণা মজুমদার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, ফাহিমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।