ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাল নোট বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
জাল নোট বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

ঢাকা: জাল নোট বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত জাল নোট সংক্রান্ত যৌথ টাস্কফোর্স। জাল নোটের উৎস চিহ্নিত করা এবং জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে কাজ করতে দুই দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত টাস্কফোর্সের তিন দিনব্যাপী সভার প্রথম দিনে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
 
সভার উদ্বোধনী বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।

এর ফলে জঙ্গি দমন, জালনোট রোধসহ আন্তঃদেশীয় অপরাধ দমন সহজ হয়েছে।
 
এ সহযোগিতা বিদ্যমান থাকলে উভয় দেশ উপকৃত হবে এবং ভবিষ্যতেও বিভিন্ন ধরনের অপরাধ মোকাবেলা সহজতর হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রৌশন আরা বেগম এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন এনআইএ’র আইজি অনিল শুক্লা। সভায় উভয় দেশের ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় উভয় দেশের অফিসারদের মধ্যে প্রশিক্ষণ, কাজের অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময়ের সিদ্ধান্ত হয়।
 
অনিল শুক্লা বলেন, উভয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরাধ দমনে আমরা যৌথভাবে কাজ করবো। এতে জাল নোট বন্ধসহ  অনেক অপরাধ দমন সহজ হবে।
 
এর আগে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে জাল নোট বন্ধের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।