ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নতুন বইয়ে জনসচেতনতা সম্বলিত সিল দিতে ডিসি’র নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
নতুন বইয়ে জনসচেতনতা সম্বলিত সিল দিতে ডিসি’র নির্দেশ

ময়মনসিংহ: নতুন বছরে সরকারিভাবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইয়ে বাল্যবিয়ে ও মাদককে না বলুন এবং পরিবেশ সমুন্নত রাখার সিল লাগানোর নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা শিক্ষা কর্মকর্তাকে তিনি এ নির্দেশনা দেন।  

এ সময় জেলা প্রশাসক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।

বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত সিল থাকলে সহজেই তাদের চোখে পড়বে। তারা এসব দিক সম্পর্কে নিজেদের সচেতন করে তুলবে।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. লোকমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান হালুয়াঘাটের তেলিখালি নদীতে বাঁধ দেওয়ারও নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।