ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে রক্তাক্ত গৃহকর্মীকে হাসপাতালে ভর্তি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মোহাম্মদপুরে রক্তাক্ত গৃহকর্মীকে হাসপাতালে ভর্তি 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাকি আক্তার (১৪) নামে এক গৃহকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান দুইব্যক্তি। বর্তমানে অচেতন লাকি হাসপাতালে চিকিৎসাধীন।

 

হাসপাতালে নিয়ে আসা আসাদ ও আলামিন বাংলানিউজকে  জানান, মোহাম্মদপুর ইকবাল রোডে অবস্থিত সেলটেক ভবনের দ্বিতীয় তলায় আরিফ হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে লাকি।  

‘রোববার ওই ভবনের সামনের দিকের কার্নিসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। এরপর দ্রুত লাকিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে লাকিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ’

তবে গৃহকর্মী লাকি ভবন থেকে পড়ে আহত হয়েছে কি না-তাও নিশ্চিত করে বলতে পারেননি তারা।  
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বিষয়টি স্থানীয় থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।