ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আরো একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আরো একজনের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুর রহিম (৩০) নামে অগ্নিদগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রহিম কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। সন্ধ্যায় তার মরদেহ কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা এলাকার আনা হয়।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  বিকেলে কালিয়াকৈরের  জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধসহ আহত হন কমপক্ষে ১০-১২ জন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শেফালী বেগম নামে এক নারী শ্রমিমের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭     
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।