ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিজয় মেলা উদযাপন কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলামহী উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো প্রমুখ।

 

সমাবেশে জেলাসহ উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।