ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় দুইদিনেও খোঁজ মেলেনি জেএসসি ফলপ্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
উল্লাপাড়ায় দুইদিনেও খোঁজ মেলেনি জেএসসি ফলপ্রার্থীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইদিনেও খোঁজ মেলেনি রোজিনা খাতুন (১৩) নামে এক জেএসসি ফলপ্রার্থীর। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সরকারি আকবর আলী কলেজে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। রোজিনা উপজেলার নাগরৌহা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

সে এবার উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

অনেক খুঁজেও তাকে না পেয়ে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রোজিনার বাবা বাচ্চু মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।  

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ জানান, থানায় ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।