ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বইপড়া উৎসবে অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
সিলেটে বইপড়া উৎসবে অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ বইপড়া উৎসবের আয়োজন করেছে। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটসহ দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

ইনোভেটরের আয়োজনে এ বছর বইপড়া উৎসবের একাদশতম আসরে ইতোমধ্যে নগরসহ বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।

নিবন্ধনকৃত শিক্ষার্থীদের ওইদিন বেলা ২টায় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়ে রিপোর্টিংয়ের জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিন উপস্থিত থেকে বই গ্রহণ না করলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবেন।

ইতোমধ্যে বইপড়া উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়েছেন আয়োজক সংগঠন ইনোভেটরের মুখ্য সঞ্চালক সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও নির্বাহী সঞ্চালক, সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।