ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত অভিবাসী দিবসের আলোচনা

ময়মনসিংহ: ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’, এ স্লোগান নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গালিব খান প্রমুখ।  

সভায় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, অভিবাসীরা আমাদের জাতীয় আয়ে বড় অবদান রয়েছে।

তাদের ভালো-মন্দ দেখভালের দায়িত্ব আমাদের। আগামী বছরের শুরুতে সরকার বেশ কয়েকটি নতুন শ্রমবাজার চালু করছে। ওইসব শ্রম বাজার দক্ষ কর্মী পাঠানোর জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।