ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ কারখানাকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
গাজীপুরে ৩ কারখানাকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে তিনটি কারখানাকে ১৮ লাখ ৮৫ হাজার ৫৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

সোমবার (১৮ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরে শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরে পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইসব কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছে। এছাড়া পরিবেশগত ছাড়াপত্র ছাড়া জেনারেটর স্থাপন ও কারখানা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়।  

কারখানাগুলোর মধ্যে মেগা ইয়ার্ণ ডাইংকে ২ লাখ টাকা, আইরিশ ফেব্রিকস লিমিটেডকে ৮ লাখ ৫২ হাজার ৮শ টাকা এবং আসিফ অ্যাপারেলস লিমিটেডকে ৮ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।