ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ও গৌরীপুর বিএনপির সভাপতি বকুল আর নেই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
সাংবাদিক ও গৌরীপুর বিএনপির সভাপতি বকুল আর নেই 

ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবরের প্রকাশক, প্রেসক্লাব ময়মনসিংহের সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী মকবুল হোসেন বকুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর মাসকান্দা রোডস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

প্রয়াত বকুলের বড় ভাই ও দৈনিক আজকের খবরের সম্পাদক মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন যাবত বকুল লিভারের সমস্যায় ভুগছিলেন।

মকবুল হোসেন বকুল ১৯৮৯ সালে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।  

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, ইত্তেফাক ও চ্যানেল আইয়ের সাংবাদিক শেখ মহিউদ্দিন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, নয়া দিগন্তের ব্যুরো প্রধান সাইফুল মাহমুদ প্রমুখ।  

রাজনীতিকদের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা গভীর শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।