ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এএসপি পদে ১৭ জনকে বদলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এএসপি পদে ১৭ জনকে বদলি

ঢাকা: সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদিয়া আফরিনকে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি), র‌্যাবের এএসপি মো. হাফিজুল ইসলামকে আরএমপির এসি, র‌্যাবের এএসপি আজমিলা নাসরীন চৌধুরীকে প্রথম এপিবিএন ঢাকার এএসপি, র‌্যাবের এএসপি মুহাম্মদ কামরুল হাসানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার এএসপি, অষ্টম এপিবিএন ঢাকার এএসপি জাহিদুল ইসলাম খানকে ডিএমপি’র এসি, র‌্যাবের এএসপি মো. আতিকুল হক প্রধানকে ডিএমপি’র এসি, র‌্যাবের এএসপি ফারজানা ইয়াছমিনকে ডিএমপি’র এসি, এসপিবিএন ঢাকার এএসপি মীর আবিদুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি মো. হাফিজুর রহমানকে পটুয়াখালী জেলার গলাচিপা সার্কেল ও এসপিবিএন ঢাকার এএসপি মো. রাজিবুল ইসলামকে এএসপি মুন্সীগঞ্জ (সদর) হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‌্যাবের এএসপি মো. ফিরোজ কাউছারকে ডিএমপি’র এসি, জামালপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসপি মো. গোলাম হায়দারকে এসবি ঢাকার এএসপি, র‌্যাবের এএসপি মো. কায়সার আলীকে সিআইডি ঢাকার এএসপি, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি ইমরান রহমানকে সিআইডি ঢাকার এএসপি, র‌্যাবের এএসপি মো. সাইফুল ইসলামকে ডিএমপি’র এসি, দ্বিতীয় এপিবিএন মুক্তাগাছা ময়মনসিংহের এএসপি মোরশেদা খাতুনকে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসপি ও ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসপি ফাল্গুনী নন্দীকে দ্বিতীয় এপিবিএন মুক্তাগাছা ময়মনসিংহের এএসপি হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।