ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসচাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
গৌরনদীতে বাসচাপায় শ্রমিক নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় নাঈম (২৫) নামে অটোরাইস মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক এক ভ্যান চালকও আহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দিরের সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নাঈম পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাবুল ফকিরের ছেলে।

তিনি গৌরনদীর এলাহী অটোরাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে ওই শ্রমিক নাস্তা করার জন্য এলাহি অটোরাইস মিল থেকে বার্থীর দিকে যাচ্ছিলো। এ সময় মাদারীপুর থেকে বরিশালগামী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

এ সময় ঘাতক বাসটি আরও একটি ভ্যানকে ধাক্কা দিলে তার চালকও আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক কৌশলে সটকে পড়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।