ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুর হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পিরোজপুর হাজতির মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর কারাগারে জাকির হোসেন (৫৪) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে তিনি পিরোজপুর সদর হাসপাতালে মারা যান।  

জাকির হোসেন কাউখালী উপজেলার জিগবা সাতুরিয়া গ্রামের মৃত মোকলেস তালুকদারের ছেলে।

সে সাতুরিয়া ইউপির সাবেক সদস্য ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর থেকে জাকির হোসেন কারাগারে রয়েছেন। তিনি ২০১৩ সালের ২০ আগস্ট কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের এনামুল হত্যা মামলার আসামি। বুধবার ভোর সোয়া চারটার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামিম ইকবাল বলেন, মৃতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ননী গোপাল রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির হোসেনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
আরএ                         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।