ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরাতন খোয়াই রক্ষায় ছবি অঙ্কন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পুরাতন খোয়াই রক্ষায় ছবি অঙ্কন কর্মসূচি খোয়াই রক্ষায় ছবি আঁকছে শিক্ষার্থীরা-ছবি বাংলানিউজ

হবিগঞ্জ: দখল-দূষণমুক্ত পুরাতন খোয়াই চাই, স্বাস্থ্যকর নগরী চাই-এ স্লোগান নিয়ে হবিগঞ্জে ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মেজর জেনারেল এমএরব স্মৃতি জাদুঘরের সামনে ভরাটকৃত খোয়াই নদীতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটার কিপার।

ছবি আঁকা কর্মসূচিতে চিত্রশিল্পী প্রসেনজিত চৌধুরী শিবু, রিয়াজুল আহসান পলাশ, নিরঞ্জন মণ্ডল, আশীষ আচার্য্য, প্লাবন চাষা বিন্দু, মৌমিতা দাশ, দিপ্ত আচার্য্য ও রিংকু দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বাংলানিউজকে বলেন, ৫ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদীটি যে যার মতো দখল করে নিয়েছে। কোথাও কোথাও এটি সরু নালার আকার ধারণ করেছে। হবিগঞ্জকে একটি স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পুরাতন খোয়াই নদীটি দখলমুক্ত করা হবিগঞ্জবাসীর প্রাণের দাবি। এ দাবির পরিপ্রেক্ষিতে নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে পালন করা হয় এ কর্মসূচি। পুরাতন খোয়াই নদীটি দখলমুক্ত এবং ময়লা আবর্জনা ফেলা বন্ধ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।