ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকায় ফিরোজ খাঁন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজ খাঁন ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর থানার পাশরী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

তারা পরিবারসহ কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় বাসায় ভাড়ায় থাকতেন।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কয়েকজন যুবক ফিরোজকে বাসা থেকে ডেকে মাধবপুর এলাকায় নিয়ে যায়। এ সময় তারা ফিরোজকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ফিরোজ খাঁন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।