ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পোকখালী থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পোকখালী থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার সদরের পশ্চিম পোকখালী থেকে রাশেদা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

রাশেদা পশ্চিম পোকখালী এলাকার আবদুল জব্বারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

এদিকে, রাশেদার বাবা শাহজাহানের দাবি পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করে মৃতদেহ ঝুঁলিয়ে রেখে নাটক সাজিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে স্বামীর বাড়ির রুমের ভিমের সঙ্গে ওড়না পেঁচনো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদেহের সুরহতাল প্রতিবেদন তৈরি আগেই ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।