ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিকের প্রশ্ন ফাঁসের দায় সরকারের না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
প্রাথমিকের প্রশ্ন ফাঁসের দায় সরকারের না সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন

ঢাকা: সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তবে এই প্রশ্ন ফাঁসের দায় সরকার নিতে চায় না।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটি সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, প্রাথমিকের প্রশ্ন সরকার তথা মন্ত্রণালয় করে না। কাজেই  প্রাথমিকের প্রশ্ন ফাঁসের দায় সরকারের নয়।

সভাপতি বলেন, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র সরকার করে না। এটা উপজেলা পর্যায়ে শিক্ষক সমিতি তৈরি করে। কাজেই  প্রাথমিকে প্রশ্ন ফাঁসের দায় সরকারের নয়।

এই  মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সভাপতি বলেন, আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও প্রশ্ন ফাঁসের কথা শুনে আমি অন্তত ১০ টা প্রশ্ন ক্রয় করি। তার একটি প্রশ্নেরও মূল প্রশ্নের সঙ্গে মিল ছিলো না।

তিনি বলেন, আমি ১৯৬৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তখনো প্রশ্ন ফাঁস হয়েছিল। তবে যেভাবেই  হোক প্রশ্ন ফাঁস কিভাবে রোধ করা যায় সে ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়কে বলেছি।

এদিকে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রাথমিকের প্রশ্ন করে স্থানীয় শিক্ষক সমিতি। তবে প্রশ্ন ফাঁস হওয়ার পর পরীক্ষা বন্ধ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কমিটি সদস্য উম্মে রাজিয়া কাজল।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।