ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক সাবেক ছাত্রলীগ নেতা মারুফ বিল্লাহ।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ২০পিস ইয়াবাসহ মো. মারুফ বিল্লাহ (২৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা পৌরসভার পুর্ব বাজার শেখ ভিলার গেট থেকে তাকে আটক করা হয়।  

মারুফ পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের আবু ছালেহ মুন্সির ছেলে।

তিনি পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পাথরঘাটা পৌরশাখার সাংগঠনিক সম্পাদক।  

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পূর্ব মাথায় শেখ ভিলা গেটে আভিযান চালিয়ে মারুফের শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।