ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তৃতীয় লিঙ্গের ভোগান্তি কমাতে বৈষম্য নিরোধ আইন পাস জরুরি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
তৃতীয় লিঙ্গের ভোগান্তি কমাতে বৈষম্য নিরোধ আইন পাস জরুরি বক্তব্য রাখছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক/ছবি: বাংলানিউজ

ঢাকা: চার বছর পেরিয়ে গেলেও সরকার বৈষম্য নিরোধ আইন পাসের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি বলেন, বৈষম্য নিরোধ আইন পাস হচ্ছে না বলেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়ার পরও হিজড়া জনগোষ্ঠীর ভোগান্তি কমছে না। সম্পত্তির অধিকার নিশ্চিত ও বঞ্চনা-নির্যাতনকারীদের শাস্তি দিতে হলে অবশ্যই এ আইন পাস করা জরুরি।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বন্ধু মিডিয়া ফেলোশিপ ২০১৭’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিকেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান, স্বাস্থ্য ও অধিকার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কাজ করছে এমন ১৩ জন সাংবাদিককে ‘জুলাই-ডিসেম্বর ২০১৭’ পর্যন্ত ছয় মাসের ফেলোশিপ ও পুরস্কার দেওয়া হয়।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের তৃতীয় লিঙ্গ ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বাস্থ্য, এইচআইভি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও মানবাধিকার নিয়ে ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বন্ধু বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দেশ-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।