ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় গোসল করতে নেমে ২ নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কাঁঠালিয়ায় গোসল করতে নেমে ২ নারীর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গোসল করতে নেমে দুই নারী মারা গেছেন।

নিহত নারীরা হলেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত আদম আলীর স্ত্রী ছকিনা বেগম (৯০) ও একই উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের চৌদ্দবোয়ালিয়া গ্রামের শহিদুল হাওলাদারের স্ত্রী ফাতিমা বেগম (৩৫)

বুধবার (২০ ডিসেম্বর) দুই নারী নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার।

ওসি জানান, দুপুরে ফাতিমা ও তার পাঁচ বছরের ছেলে গোসল করতে খালের পানিতে নামেন।

ছেলের সামনে মা ( ফাতিমা)পানিতে ডুব দিয়ে আর উপরে উঠে না আসলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়রা খাল থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে ছকিনার কাপড় খালে ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহও খাল থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ উভয় ঘটনারস্থলই পরিদর্শন করেছেন। যেহেতু অসাবধনতাবসত গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাই পরিবারের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ বুঝে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।