ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেষতক চোরাবালি থেকে উদ্ধার হলো গাভীটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
শেষতক চোরাবালি থেকে উদ্ধার হলো গাভীটি গাভীটিকে উদ্ধারে তৎপর দমকল বাহিনীর সদস্যরা

পদ্মা নদীর চরে ঘাস খেতে খেতে চড়ে বেড়াচ্ছিল একটি গাভী। চরে ঘুরতে ঘুরতে এক সময় চোরাবালিতে আটকে যায় গাভীটি। পেট পর্যন্ত ডুবে যায় তার। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এলেও চোরাবালির বিপজ্জনক ফাঁদ থেকে গাভীটিকে উদ্ধার করতে পারেননি।

চোরাবালির সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে প্রাণীটি। এক পর্যায়ে উপস্থিত লোকজন দমকল বিভাগে খবর দেন।

পরে কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় অবলা প্রাণীটি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর কুমারপাড়া পদ্মানদীর চরে এ ঘটনা ঘটে। গাভীটির মালিক কুমারপাড়ার রঞ্জিত ঘোষ।
গাভীটিকে উদ্ধারের পরস্থানীয়রা জানান, নতুন চর জেগে ওঠার পরে অনেক জায়গায় চোরাবালি রয়ে গেছে। দুপুরে চরে ঘোরাফেরা করার এক পর্যায়ে গাভীটি চোরাবালিতে আটকে যায়। এ সময় গাভীটির পেট পর্যন্ত চোরাবালিতে ডুবে যায়। উপস্থিত লোকজন চেষ্টা করেন গাভীটিকে উদ্ধার করার কিন্তু শেষে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।  

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, চোরাবালি খুব বিপজ্জনক বিষয়। সময়মতো উদ্ধার করা না গেলে পশুটির প্রাণহাণি হতো। দমকল বাহিনীর কর্মীদের কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে, তা সে মানুষই হোক কিংবা অন্য কোনো প্রাণী।

গাভীটি উদ্ধার করতে পেরে দমকল বাহিনীর সদস্যরা অত্যন্ত খুশি বলেও জানান স্টেশন অফিসার ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।