ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৬ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
মধুপুরে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৬  দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদের ব্রিজের কাছে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তঃসত্ত্বাসহ ছয়জন আহত হয়েছেন। 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে ঘাটাইলের পানজানা গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী অন্তঃসত্ত্বা সাজেদা বেগম (৩৫), সাইফুলে স্ত্রী মামনি বেগম (৩০), আরশেদের স্ত্রী মর্জিনা বেগম (৩৬), নরকোনা গ্রামের মজনু মিয়ার স্ত্রী হাফিজা বেগম (৪০) ও অ্যাম্বুলেন্স চালক মুজিবুর রহমানের (৪৫) নাম জানা গেছে।

 

আহতদের মধ্যে মুজিবুরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি এপিসি (বিশেষ যান) কাকরাইদের ব্রিজ এলাকা পার হচ্ছিল। এসময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স ওই গাড়িটিকে অতিক্রম করতে গেলে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা সাজেদাসহ ছয়জন আহত হন। খবর পেয়ে ঘাটাইল সেনানিবাসের সেনা সদস্য, মধুপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শুভময় পাল জানান, সাজেদাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।