ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদক বিরোধী প্রচারণায় নেত্রকোনায় দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
মাদক বিরোধী প্রচারণায় নেত্রকোনায় দৌড় প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে ‘মাদক নয়, জীবনকে ভালোবাসুন’ এ স্লোগানে নেত্রকোনায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

এসময় বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, ডা. মাকসুদুর রহমান প্রমুখ।

পরে প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, লেফট্যানেন্ট কর্নেল জিয়াউল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হক ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ফারুক মিয়া, হাফিজুর রহমান ও প্রণয় চন্দ্র পণ্ডিতকে ক্রেস্ট ও গাছের চারা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।