ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শম্ভুগঞ্জ ব্রিজের যানজট সমস্যা নিরসনের উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
শম্ভুগঞ্জ ব্রিজের যানজট সমস্যা নিরসনের উদ্যোগ ব্রিজ মোড় পরিদর্শন করছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের বিষফোঁড়া হিসেবে পরিচিত শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের যানজট সমস্যা নিরসনের উদ্যোগ হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ সমস্যা নিরসনে ইতোমধ্যে নানা পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে এ ব্রিজ মোড় পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ খান প্রমুখ।



পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বাস, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতা এবং শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

জানা যায়, নগরীর শম্ভুগঞ্জ সেতুর ওপর দিয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ কয়েক জেলার যানবাহন চলাচল করে। কিন্তু এ ব্রিজ মোড়ে প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হচ্ছে। অসহনীয় এ যানজট নগরবাসী, পথচারীদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফলে নগরবাসীর এ বিড়ম্বনার কথা মাথায় নিয়ে অবশেষে এখানকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, এ সমস্যা সমাধানে পাটগুদাম মোড় সংলগ্ন রাস্তা সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে সড়ক ও জনপদ বিভাগের প্রচেষ্টায় সড়ক বিভাজক নির্মিত হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহ পৌরসভার তত্ত্ববধানে নির্মিত হচ্ছে বিকল্প সড়ক। সিএনজি পার্কিং’র ব্যাপারে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। লোকাল বাস মালিক সমিতিও রাস্তার উপর বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী না উঠানো ও না নামানোর ব্যাপারে সম্মত হয়েছে। আমরা আশাবাদী এ যানজট সমস্যা নিরসন সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।