ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে ‘সড়কে গাড়ি পার্কিং’ ব্যবস্থা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
যানজট নিরসনে ‘সড়কে গাড়ি পার্কিং’ ব্যবস্থা চালু নির্দিষ্ট সড়কে চালু হচ্ছে গাড়ি পার্কিং/

ঢাকা: রাজধানীতে যানজট নিরসনে এবং নগরবাসীর গাড়ি পার্কিংয়ের সুবিধার্থে অস্থায়ীভাবে সড়কে গাড়ি পার্কিং ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

বুধবার (২০ ডিসেম্বর) থেকে ডিএমপির ট্রাফিক এ ব্যবস্থাটি চালু করেছে। এর আওতায় রাজধানীর বেশ কিছু সড়কে নির্দিষ্ট সংখ্যক গাড়ি পার্কিং করা যাবে।

 

রাজধানীর বিভিন্ন সড়কের পাশে গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়। আর এতে করে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার কাজেও অনেকটা ব্যাঘাত ঘটে। তাই ডিএমপি ট্রাফিক বিভাগ নগরীতে যানজট নিরসনে বেশ কিছু পয়েন্টে নির্দিষ্ট সংখ্যক গাড়ি পার্কিংয়ের জন্য এ ‘অনস্ট্রিট গাড়ি পার্কিং’ ব্যবস্থা চালু করেছে।  

এ বিষয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বাংলানিউজকে বলেন, রাজধানীতে গাড়ির পার্কিং ব্যবস্থা তেমন নেই। তাই আমরা সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করেই অনস্ট্রিট গাড়ি পার্কিং ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু করেছি।

নগরীর কম ব্যস্ততম সড়কগুলোতে আমরা গাড়ি পার্কিংয়ের জন্য সুযোগ করে দিয়েছি। এতে সড়কের পাশে গাড়ির অবৈধ পার্কিং না করে নির্দিষ্ট স্থানে ‘অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের সুবিধা নিলে নগরীর যানজটও অনেকাংশে নিরসন হবে।  

এ সুবিধাটি নগরবাসীকে স্থায়ীভাবে দেওয়ার বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনাও করা হয়েছে বলেও জানান তিনি।  

রাজধানীর যেসব পয়েন্টে ‘অনস্ট্রিট গাড়ি পার্কিং’র সুবিধা পাওয়া যাবে 

ট্রাফিক পূর্ব বিভাগ: দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) এক পাশে ১০০টি, মতিঝিলের বিনিয়োগ বোর্ড থেকে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত রাস্তার এক পাশে ১২০টি, বায়তুল মোকারমের স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পাশে ৩০টি, মতিঝিলের জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০টি, মতিঝিলের বাবে রহমত ক্রসিং থেকে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পাশে ৬০টি, নয়া পল্টনে পলওয়েল মার্কেটের এক পাশে ১৮টি, মতিঝিলের কমিশনার গলি থেকে মন্দির পর্যন্ত রাস্তার এক পাশে ২৫টি, মতিঝিলের বন ও শিল্প ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পাশে ৫০টি, কমলাপুর পীরজঙ্গী মাজার থেকে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের আল-হেলাল পুলিশ বক্স থেকে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশে ১০০টি গাড়ি রাখা যাবে।

ট্রাফিক দক্ষিণ বিভাগ: হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশে ৯০টি, বেইলি রোডের উত্তর পাশে ১০০টি, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে ৭৫টি, পলাশী থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ১১৭টি, নিউ মার্কেট এক নম্বর গেইট রাস্তার উভয় পাশে ২৫০টি, নিউ মার্কেট দুই নম্বর গেট থেকে চার নম্বর গেইট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর রোড, মিরপুর রোডের সাথে গ্রিন রোডের সংযোগকারী রাস্তার উভয় পাশে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে (জিগাতলা থেকে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক উত্তর বিভাগ: জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা এক নম্বর সেক্টরের সার্ভিস লেনে হোটেল মেপললিফ থেকে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা তিন নম্বর সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা তিন নম্বর সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২৫টি, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, উত্তরার সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৫০টি, উত্তরার লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল হতে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১০টি, কুশল সেন্টার হতে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, বেলী কমপ্লেক্স হতে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, লন্ডন প্লাজা হতে এসবি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, এসবি প্লাজা হতে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৩০টি, এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণীর উত্তর পাশে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি গাড়ি রাখা যাবে।

এছাড়াও বনানী রোড নং-১৯/এ এর হাউজ নং-৬২ হতে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউজ নং-সিইএন (বি)-৫ হতে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউজ নং-সিইএন-৪ হতে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৫০টি, মহাখালীর স্কয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশে স্কয়ার বিল্ডিং হতে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ হতে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার ব্যায়ামাগার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নং-৮২ হতে শুরু করে হাউজ নং-৮২ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, উত্তরা ১২ নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পাশে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নীচ হতে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইর পূর্ব-পশ্চিম পাশে ৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিটাক-এর পূর্ব-পশ্চিম পাশে ৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলে সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম পাশে ৫টি গাড়ি পার্কিং করা যাবে।

ট্রাফিক পশ্চিম বিভাগ: ফার্মগেট খেজুর বাগান গোল চত্বরের পূর্ব পাশে ৪০টি, মিরপুর স্টেডিয়ামের পাশে মিল্ক ভিটা রোডের উত্তর পাশে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোডের বশির উদ্দিন স্কুল গলি হতে র‌্যাব-৪ এর কার্যালয় গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পাশে ২০টি, ইব্রাহীমপুর বাজার রোড ও কচুক্ষেত রোড সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়কের পশ্চিম পাশে ২৫টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পাশে ২০টি, মিরপুর শাহ্ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২০টি গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।