ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ভেজাল ঘি তৈরির দায়ে যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কমলগঞ্জে ভেজাল ঘি তৈরির দায়ে যুবকের জরিমানা

মৌলভীবাজার:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভেজাল উপাদান দিয়ে ঘি তৈরির দায়ে ইলিয়াস মিয়া (৩০) নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন ‘শাহী ফুড প্রডাক্টস’-এ অভিযান চালিয় এ অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। এসময় ভেজাল ঘি ও লক্ষাধিক টাকার ঘি তৈরির উপাদান ধ্বংস করা হয়।

ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ‘শাহী ফুড প্রোডাক্টস’-এর মালিক ইলিয়াস লাইসেন্স ছাড়া ভেজাল ঘি তৈরি করছেন। তাই অভিযান চালিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় লক্ষাধিক টাকার ভেজাল ঘি ও ঘি তৈরীর উপাদান জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।