ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুসফুস নষ্ট হয়ে যাওয়া রাহিম বাঁচতে চায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ফুসফুস নষ্ট হয়ে যাওয়া রাহিম বাঁচতে চায়

রাজশাহী: ১২ বছরের কিশোর রাহিম। তার এই বয়সে দুরন্তপনায় মেতে ওঠার কথা ছিল, ঠোঁটের কোণে লেগে থাকা কথা ছিল চিলতে হাসি। কিন্তু তাকে দেখে কে বলবে তার ফুসফুস নষ্ট হয়ে গেছে? 

রাজশাহী মহানগরীর শিরোইল কলোনিতে তাদের বাসা। তার বাবা পেশায় রিকশাচালক।

মা রহিমা গৃহকর্মী। তাদের সন্তানকে বাঁচাতে মরিয়া এ দম্পতি।  

ফুসফুসে আক্রান্ত কিশোর রাহিমের নানি মিনা বেওয়া বাংলানিউজকে জানান, তার নাতি রাহিম ছোট থেকেই অসুস্থ। চিকিৎসকের পরামর্শে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তার ফুসফুস নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসায় আনুমানিক পাঁচ লাখ টাকার প্রয়োজন।  

তিনি আরও জানান, রাহিমের চিকিৎসা ব্যয় করার মতো অর্থ বা সামর্থ্য কিছুই তাদের নেই।  

তার নাতির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আশার জন্য বিত্তবানদের প্রতি আন্তরিক অনুরোধ জানান মিনা বেওয়া।  

সাহায্যে পাঠানোর জন্য সঞ্চয়ী হিসাব নম্বর-০২০০০১১৫১২৬১৫, অগ্রণী ব্যাংক ওয়াপদা (ইরি) শাখা, রাজশাহী।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।