ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মাদকসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কুমিল্লায় মাদকসহ নারী আটক

কুমিল্লা: কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকা থেকে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ রানু বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল পশ্চিম রেইসকোর্স এলাকার মো. সেলিম মিয়ার বাড়ি থেকে ৮৫ বোতল এসকাফ সিরাপ, ১ হাজার ২২৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৩০ টাকাসহ রানু বেগমকে আটক করেন।

আটক হওয়া রানু বেগম পশ্চিম রেইসকোর্স এলাকার মো. সেলিম মিয়ার স্ত্রী।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২১০৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।