ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে মামার বাসায় ভাগ্নির আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বংশালে মামার বাসায় ভাগ্নির আত্মহত্যা

ঢাকা: রাজধানীর বংশালে ছাদ থেকে লাফিয়ে তানজিয়া সালাম সেতু (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। 

সেতু পটুয়াখালীর বাউফল উপজেলার আব্দুস সালামের মেয়ে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বংশাল আগাসাদেক রোডে তার মামার বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সেতুর মামা ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সেতু পরিবারের সঙ্গে ঢাকার ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতো। দু’দিন আগে তার মা-বাবা গ্রামের বাড়িতে গেছেন। তাই সেতুকে পুরান ঢাকায় আমাদের বাসায় রেখে যান। সেতু মানসিকভাবে অসুস্থ ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে বাসার ৫তলার ছাদ থেকে লাফিয়ে গুরুতর আহত হয় সেতু। তাৎক্ষণিক আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।