ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রাক্টরচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
দামুড়হুদায় ট্রাক্টরচাপায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাটাখালি গ্রামে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কাটাখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেনের বাড়ি উপজেলার পীরপুরকুল্লা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটভাটার বালু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাক্টর চালককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।