ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাম্প ইতিহাসের ভুল বিষয় চিহ্নিত করেছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ট্রাম্প ইতিহাসের ভুল বিষয় চিহ্নিত করেছেন বক্তব্য রাখছেন ফিলিস্তিনি দূত

ঢাকা: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার মাধ্যমে ট্রাম্প ইতিহাসের ভুল বিষয় চিহ্নিত করেছেন।এ নগরীর নাম দিয়েছে ফিলিস্তিনিরা। ৫ হাজার বছর ধরে এই নগরী ফিলিস্তিনিরা নির্মাণ করেছে। এটি তাদেরই হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় 'মার্কিন ষড়যন্ত্র রুখে দাঁড়াও' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশে ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউসুফ রামাদান বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে। কিন্তু আজ প্রমাণ হয়েছে ফিলিস্তিন একা নয়। বাংলাদেশের মত দেশের সমর্থনে আমরা কখনই হাল ছাড়বো না। জেরুজালেমকে উদ্ধার করেই ছাড়বো।

অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যে পথ দেখিয়ে গেছেন তা থেকে একচুলও নড়বো না।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ট্রাম্প সাহেব যে হঠকারী পদক্ষেপ নিয়েছে তাতে সারা বিশ্বের শান্তি বিঘ্নিত হবে। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। বিশ্বকে আজ ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশ্ব আজ মুসলিম ও বিরোধী এ দুটি ভাগে ভাগ করা হচ্ছে।

এটি এখন বিশ্ব মানবতা শান্তিকামী মানুষের ইস্যু। ট্রাম্প পাগল হয়ে গেছেন। তাই বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আমরা ফিলিস্তিন জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। জেরুজালেম কোনো ইহুদির নয়, এটি ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে এটিই বাস্তব দাবি।

আগামী সংসদ অধিবেশনে এ ঘোষণার বিরুদ্ধে প্রস্তাব আনা হবে।

সারা দেশে জনমত গঠনে প্রচার অভিযান, ফিলিস্তিনিদের সহায়তা ও বিশ্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে সম্পর্ক স্থাপন করা হবে।

শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কাশেম বলেন, ট্রাম্পকে তার ঘোষণা বাতিল করতে হবে। ট্রাম্পের নেতৃত্ত্বে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে জুলুমবাজি শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।