ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে বই ও ফুটবল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ধামরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে বই ও ফুটবল বিতরণ ধামরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে বই ও ফুটবল বিতরণ

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফুটবল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক,উপজেলা সহকারী কমিশনার ভুমি নাহিদ হাসান,বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।