ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
নাঙ্গলকোটে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লা: আগামী ২৮ ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।