ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে পাচার করা মোটরসাইকেল ও মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১২৪ বোতল মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে এ দু’টি অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ভোরে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি অভিযান চালিয়ে ৭০ বোতল মদ জব্দ করে। এ অভিযানে নেতৃত্ব দেন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. সেলিম উল্লাহ।

চুনারুঘাট উপজেলার নালুয়া চা ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা একটি মোটরসাইকেল ও ৫৪ বোতল মদ জব্দ করা হয়। বিজিবির এ অভিযানে নেতৃত্ব দেন গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়েন উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।