ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজারবাগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
রাজারবাগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম ভবন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক বাংলানিউজকে জানান, ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক এক সিএনজি চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, মৃত ব্যক্তির কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে মানিকুর রহমান মানিক নামে পরিচয় পাওয়া গেছে। আইডি কার্ডটি নিহত ব্যক্তির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।