ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়েছে ৫টি ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
গাজীপুরে আগুনে পুড়েছে ৫টি ঘর

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আগুন লেগে একটি বসত বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল-আমিন বাংলানিউজকে জানান, ভবানীপুর এলাকার জাকির হোসেনের ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুন লাগে।

এ সময় আগুন ওই বাড়ির পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে আনুমাণিক দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।