ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার এম এম আমিনুর রহমান

ঢাকা: গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর বাড্ডার শাহজাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় (নম্বর-২৫) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু জানান, তার বিরুদ্ধে মামলা আছে। গ্রেফতার এড়ানোর জন্য প্রায় চারমাস পলাতক ছিলেন। শুক্রবার রাতে শাহজাদপুর এলাকা থেকে ধরা হয়।

গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে (পল্লিবিদ্যুৎ অফিসের পাশে) বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন আমিনুর। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক) বলেন, সকালে জানতে পরেছি তিনি ফিরে এসেছেন; মোবাইল খোলা পেয়েছি। আদালতে নেওয়া হলে আমরা সেখানে যাবো। আমিনুর রহমান এতোদিন নিখোঁজ ছিলেন।

**কল্যাণ পার্টি মহাসচিব নিখোঁজ

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পিএম/এএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।