ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের সুতাং এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)। তিনি রাবার বাগানে কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ থেকে কয়েকজন শ্রমিক অটোরিকশায় করে শাহজিবাজার রাবার বাগানে যাচ্ছিল। পথে মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে আমিনুলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ