ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পায়ের রগ কেটে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
গাজীপুরে পায়ের রগ কেটে যুবককে হত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ ডিসেম্বর) সারদাগঞ্জের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

বয়স আনুমানিক ৩৭ বছর।  

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল লিটন বাংলানিউজকে বলেন, ওই এলাকায় মোকছেদ আলীর আলু ক্ষেতে দুই পায়ের রগ কাটা অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।  

পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মারা যায়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ট্রাউজার ও নীল রংয়ের গেঞ্জি রয়েছে।

ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে গুরুতর অবস্থায় ওই এলাকায় ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই আব্দুল লিটন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।