ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর অবদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর অবদান ত্রি বার্ষিক সম্মেলনে অতিথিরা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ধর্মের নামে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থানকারীদের মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করার মাধ্যমেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান রেখে গেছেন। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্থানীয় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় এসব কথা বলেন।  

জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কাজ করবে বলে জানান তিনি।

 

সংগঠনের ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল হোড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।  

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন।  

বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ। আর এ সম্প্রীতি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে। তিনি দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়:  ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।