ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত এমপি সায়রা মহসিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সড়ক দুর্ঘটনায় আহত এমপি সায়রা মহসিন

মৌলভীবাজার: প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা সায়রা মহসিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রাইভেটকারে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে বড় ধরনের কিছু না হলেও এমপি সায়রা হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে জানান, বিকেলে সংসদ সদস্য শহরতলীর জগন্নাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে কুদালিপুল এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত পেয়েছেন। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।