ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিস কর্মীরা জীবনবাজি রেখে কাজ করেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ফায়ার সার্ভিস কর্মীরা জীবনবাজি রেখে কাজ করেন সচেতনতামূলক সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিজের পরিবারের চিন্তা পেছনে ফেলে অন্যের সন্তান ও সম্পদ উদ্ধারে জীবনবাজি রাখেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মাসকট প্লাজা ও উত্তরা নর্থ টাওয়ারের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং।

ফায়ার সার্ভিস কর্মীরা নিজের জীবনবাজি রেখে অন্যের জানমাল উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (উত্তরা) ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্মকর্তা-কর্মচারিসহ অন্যরা।

শেষে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানো ও বহুতল ভবন থেকে উদ্ধারের এক মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।