ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে অাব্দুল মতিন অাশরাফি (৩০) নামে এক অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের হালদারপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

অাব্দুল মতিন অাশরাফি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অাশরাফপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

তিনি শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডস ইসলামিক ইউনিভার্সিটির অধ্যক্ষ ছিলেন।

নিহতের বড় ভাই অাল-অামিন বাংলানিউজকে জানান, অাশরাফি মাদরাসায় পড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। প্রথমে তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব মাদ্রাসায় চাকরি করতেন। এরপর শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডস ইউনিভার্সিটিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউল হক বাংলানিউজকে জানান, সকালে অাব্দুল মতিন অাশরাফির রুমে কোনো সাড়া না পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাতিন অাহমেদ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে এটি হত্যা না অাত্মহত্যা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।