ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সাজেমান আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় এলাকায় 
এ দুর্ঘটনা ঘটে। সাজেমান আলী উপজেলার সাত রশিয়া গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় এলাকায় সাজেমান আলী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিবগঞ্জগামী একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।